সুযোগ-সুবিধা

Total views : 1448

সুযোগ-সুবিধা

খেলার মাঠঃ
প্রতিষ্ঠান প্রাঙ্গনে দুইটি খেলার মাঠ আছে।

অডিটোরিয়ামঃ
সাংস্কৃতিক কর্মকান্ড, সভা, সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য ১২০০ আসন বিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম আছে।

গবেষণাগারঃ
বিজ্ঞানঃ রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং জীব বিজ্ঞান অনুষদের জন্য পৃথক পৃথক আধুনিক গবেষণাগার আছে।
কম্পিউটারঃ কলেজ শিক্ষার্থীদের জন্য ২৪ আসন বিশিষ্ট একটি কম্পিউটার ল্যাব আছে, যেটিতে শিক্ষার্থীরা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়।
প্রকৌশল অংকন ও ওয়ার্কসপ প্র্যাকটিসঃ প্রকৌশল অংকন ও ওয়ার্কসপ প্র্যাকটিস এর জন্য প্রয়োজনীয় সকল প্রকার যন্ত্রপাতি এই ল্যাব এ পাওয়া যায়।
সাচিবিক বিদ্যাঃ এই ল্যাবে পর্যাপ্ত টাইপরাইটার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

গ্রন্থাগারঃ
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি বিশাল ও সমৃদ্ধ গ্রন্থাগার আছে যেখানে দেশের ও দেশের বাইরের বিভিন্ন বই এবং পেপার পাওয়া যায়।

স্বাস্থ্য কেন্দ্রঃ
শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একজন অভিজ্ঞ মেডিকেল অফিসার আছেন।

ক্যাণ্টিনঃ
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি পৃথক ক্যান্টিন রয়েছে। ছাত্র-ছাত্রীরা এখান থেকে খাবার সহ বই, খাতা, কলম ইত্যাদি প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে।

পরিবহনঃ
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১২টি বাস আছে। মাসিক নির্দিষ্ট ভাড়া প্রদানের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারে। নগরীর প্রধান প্রধান সড়ক এবং আবাসিক এলাকা গুলোতে বাস চলাচল করে।